আমাদের  যাদের পোড়ানো হবে,
দেশের তরে স্যাক্রিফাইস।।
যুগে যুগে আমাদের দীপশিখাতে
গড়ে রাজ্যের ইতিহাস।

রাষ্ট্র,সমাজ,স্ত্রী,পুত্র,পরিবার,সন্তান
আমি তো দেখি মানুষের রুপে ধ্বংসের লেলিহান।
মানুষের রুপে আগুনে পোড়ায় সাক্ষাৎ শয়তান।
সেই মানুষেই পানি ঢেলে কাঁদে অবিকল ভগবান।

কথায় কথায় মধু ঝরে পরে,
চোখ বেঁধে তারা এলো গুলি ছোড়ে।
হঠাও তাদের! বলে মশাল হাতে
গড়ো পোড়ানোর অভিযান।

তোমরা যারা বেশি পোড়াতে জানো,
রক্তে রক্তে নতুন সূর্য আনো,
তোমাদের তরে মাংসের ছাই জীবনের বলিদান।
তোমাদের সুনামে লেখা হয় রোজ ইতিহাসের বয়ান।

তোমরাই নাকি শপথ নেবে এদের রক্ষার,
তাদের পুড়িয়েই তাদের বাঁচানোর এত কি দরকার?
এর চেয়ে ভালো তলোয়ার ধরো,
আপনি আপনি কেটে কুটে মরো।

আমরা ভীতু ফিরে পাই আবার গুহার বসবাস।
এত রাষ্ট্রের চেয়ে বড় ভালো শুকনো পাতার লেবাস।
পৃথিবীর পিঠে বড় মিথ্যা ন্যায্য অধিকার,
সবলের তরে যত সমাদর,দুর্বলে অনাচার।