রোদ মেখো সূর্যমুখী,।
ফুলের আদরে চোখ হলে দুখী,
শিশিরে ধুয়ে নিও।
ধোয়াটে কুয়াশা ধরবে চুলে,
মুছে দিও না যেন কখনো ভুলে।
বুকের ভেতর জমাট অসুখ,
হৃৎপিন্ড খামচে দিলে।
ক্রমেই সয়ে যাবে সুখ,
কত শত মুকুলে মুকুলে।
শুন্যতা হারালে দূর ছায়াপথ,
করাবে একাত্মের শপথ।
মেনে নিও ঠোঁট না ফুপিয়ে।
সুখ আসবে সুর্য গড়িয়ে।
তবুও জমা থাকবে ফিনকি অভিমান,
শ্রাবণ বারিষের গুপ্ত স্নান,
থাকবে জমা ঠোঁটের কবিতায়,
জমা থাকবে ভোরের বাগিচায়।
টুকরো স্মৃতিরা ফুটবে ফুলে,
ধরবে গানে,হিসেব ভুলে।