শেতাঙ্গী চাঁদ নিংড়ে শেষ ঢোক মদ
বিসর্জন শোকে ডুবে আছি বুদ।
হাতে রইলো এই জোনাকরঙ্গা রাতটা, ব্যাস!
ভোরেই নবপুষ্পের নববিন্যাস।
ঘোর অমানিশায় তবু কাঁপা হাত বাড়াই
বিস্মিত,রঙ্গিন জোড়াতালির তোমায় চাই।
ছেঁড়া চাঁদরে ফুড়ে চাপা কিছু রোল,
কবে দেখা মুখ টুকু শেষ সম্বল।
ঝড়ো-সুরো জীবনের বিচিত্র পসার।
জীবনের কাছে চেয়েছি তোমায় শ্রেষ্ঠ উপহার।
হোচটে লুটিয়ে গেছে সব সঞ্চয়,
রাতের কাছে চাই তাই ভিক্ষা তোমায়।
ঐ বাজে জাহাজের সাইরেন,
রাশি রাশি ধনে বণিকের আগমন।
আলো ফুট লেই গিজগিজে বন্দর,
তার আগেই চাই রত্ন মোর।
চুরিবার কতক করেছি আঁশ
টিপ টিপে বুকে হয়নি সাহস।
হয়নি সাহস ধার, বন্দকের।
শোধনের কালে কি দিবো উত্তর?
তোমাকে পাওয়ার উপায় নাই,
রাতের কাছে তাই ভিক্ষা চাই।
পাথুরে রাতের বাড়ছে প্রহর,
এত প্রার্থনা তবু নিরুত্তর।
উপায়ান্তর ডেকেছি ঈশ্বর
পিঠ ফুড়ে দুটো ডানা হোক তোর।
জোড়া ডানায় উড়াল দিস,
আধারেই কোথাও আমার হুদিস।