ধাঙরের ক্ষুধার্ত রজনী কাটিয়ে,
চোখের ভারি পাতা টেনে টেনে চেয়ে,
উৎকন্ঠা উত্তেজনায় কাটানো রাতের শেষে,
নতুন ভোরে ক্ষুধার্ত শকুন এসে
জানায়,অঙ্গাঅঙ্গি বেচে থাকা বন্ধু
আদতে বন্ধু নয় সে তো হিন্দু।

যেই শহীদের চেতনা যপে
আমার ভাইয়ের তাজা প্রান দিলো সপে
ভাগ্যিস দেখেনি সে শহীদেরা(ভাস্কর্য)  মুখ থুবড়ে
ভগ্ন হয়ে পথে পথে ছিলো পড়ে।

যদি জানতো শেয়ালে ধরবে টেনে বাঘ গেলে চলে
তবে হয়তো খোয়াতো না প্রান এতটা অকালে।
স্বজন পেও না ভয় ভাই
এরা আর কেহ নয় সেইতো টোকাই।

কাপুরষ এরা দিনে নয় রাতে রাতে চরে,
জ্যান্ত বীর নয় এরা আঘাত করে বীরের পাথরে।

উঠে দাড়াও, বুক ভরে শ্বাস নাও
টিপে ধরো এরে আঙুলের চাপে।
ওহে নাই নাই ভয়,
পাপ আপনি আপনারে খায়।