একটা মাটির লাল ঘোড়া মোর
পুষেছিনু একদা
ধুলোর ঝড়ে মিলিয়ে গেলো
ডাকে মোরে সহসা।
আমার সোহাগী নীল দিন ছিলো
তেমনি সোনালী রোদ।
ফুরফুরে হাওয়া লাগলেই গায়ে
বৃষ্টি ভেজাতো বিষদ।
দু'হাতে মুঠিতে লুকানো ছিলো
ছোট্ট আম কুড়ি।
লুকানোর তরে যত ভয় মোর
যদি মা নেয় কাড়ি।
ছোট থেকেই এমন ভ্যাবলা ছিলাম
শিরে শালপাতা তাজ,
জংলী গাছের মাথা কাটিতাম
আমি বীর,মহারাজ।
যেদিন আমার পিঠে ঘাড়ে হতো
উত্তম মধ্যম মেলা
কেঁদে অভিমানে পথ ধরিতাম
চলে যাবো একেলা।
হুট করে এমন বড় হয়ে গেনু
বড় হলো চার পাশ।
অবুঝ মনটা ছোটই রইলো
লাগে নি বাইরের আভাস।
বহুকাল বাদে আজ চাঁদ উঠেছে
থরে থরে পুর্নিমা।
করুন সুরে ফেটে গেল বুক,
অসহায় প্রতিমা।
কবে এত নিঃস্ব হনু
হারানু সব কিছুই,
মত্ত সেই দিন গুলো ছেড়ে
কুড়ানু বিষাদ ছাই।