মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
মেঘের বাড়ি কতই না দূর?
মেঘ এসেছে সাগর ভেসে,
চাঁদকুমারী তারার দেশে।
বৃষ্টি এলে বন্ধ গাড়ি,
মেঘ কেমনে ফিরবে বাড়ি?
মেঘের পিঠে পঙ্খ আঁকা।
বৃষ্টি রাতে ভিজবে একা।
মেঘের চোখে রাগের শান
ক্ষনিক ক্ষনিক ছুড়ছে বান (বজ্রপাত)।
ভিজলে মেঘ থামবে ক্রোধ,
জমাট ক্রোধের মিলবে শোধ।
ও মেঘ সাথে আমায় নিও।
তোমার ডানায় ভিজতে দিও।
কুঠিলতার যেসব গ্লানি,
সব ভুলে যেন ভিজতে জানি।