এই যে এত শীতল বাতাস দায় মেটাবে কে?
আমার আমি ঘর ছেড়েছি ফিরছি আবার কবে?
শিকড় আমার ডাকছে আমায় ক্লান্ত তনু টাকে,
কি পেতে যে সব হারালাম ধার কে শুধবে?
বৃষ্টি ভেজা শীতল বাতাস গা গেল রে জ্বেলে,
ছোট্ট আয়ুর জীবন গেল অপচয়ই চলে।
আমার মেঘে ওড়াবো বলে পুষছি ঘুড়িটাকে
হায়রে আমার জীবন দেনার দায় মেটাবে কে?
কোথায় আমার মায়া জননী কোথায় ফেরার ডাক?
কোথায় আমার ঊর্ধ্বশ্বাসে দৌড়া কয়েক পাক?
কেমন আছে আমার দাদী এমন মেঘের ভিড়ে?
আমি নেই তবুও এই বাতাসে মন কি তার ফুরফুরে?
হায়রে আমার এমন বাতাস গা গেল জ্বালিয়ে
হঠাৎ মেঘের এমন আদর আমায় বসছে যেন পেয়ে।
আবার একটু ছুটি পেলে ফিরবো ঘরের কোনে।
সেদিনও যদি এমন বাতাস রঙ লাগাবো মনে।