লালে কালোয় যুদ্ধ হলো
রক্ত অনেক ক্ষয়।
বোমায় বোমায় আকাশ ফাঁটে
শেয়াল পেল ভয়।
পাহাড় সমান লাশের স্থুপ
রক্তে হলো নদী
শেয়াল ঝোপে রইলো চুপ
জানটাই যায় যদি?
দৈত্য রাত যুদ্ধ জয়ে
ফুটলো নতুন ভোর।
হুক্কা হুয়া শেয়াল বলে
কালো সালায় চোর।
হুক্কা হুয়া, হুক্কা হুয়া
সে কি তোড় জোড়
জোরসে করো হুক্কা হুয়া
এই সুযোগটা তোর।