তুষারের ঘুম ভাঙতে হবে অনেক হয়েছে বেলা,
অপোগণ্ডের দল ভাগ্য নিয়ে অনেক করেছে খেলা।
অরুনের প্রদীপ বুকে বেধে নিয়ে প্রতিরোধ গড়ো দুর্বার,
মেঘে মেঘে হলো অনেক বেলা আদায় করো অধিকার।
ফ্যাকাশে ভয় স্থুল দেহে অনেক দিয়েছে জ্বালা,
আর নয় ভাই, জাগিয়া তোলো জবানের ভাঙো তালা।
তাদের গায়ে বিজয়ের রক্ত আমার গায়েও ঘামের।
তাদের ভাগ্য তাদের হাতে আমার ভাগ্য ও তাদের?


মুক্তির সূর্য পুবে উঠেছে অনেক হয়েছে বেলা।
সোপানে সোপানে প্রিয় দেশ এখন গড়ে তুলবার পালা।
জেগে ওঠো ভাই আধার কেটেছে অনেক হয়েছে দেরী-
রন্ধ্রে রন্ধ্রে পরাধীনতা ভেঙে ফেলো সব বেড়ী।
ভয় নেই ভাই, লৌহ বর্ম দুর্বলের অসহ ভার।
মাথা তুলে দেখো সেই বর্মই সবলের হাতিয়ার।
অনেক পুজিছো আরামের দেহ এবার করো সৎকার
আলস্য-আকরে-ভয়ে জ্বলে গেলো সব আদায় করো অধিকার।