মানুষ স্বপ্নাতুর বলেই,স্বপ্ন দেখি
একটা শস্যর দানার ভিতর সোনালী সকাল
একটা ভোরের সুর্য,ভবিতব্য মানুষের প্রাণ
স্বপ্ন দেখি সুন্দরের, প্রকৃতির অবাধ বেড়ে ওঠায়
যেখানে সবুজ মানুষের, মানুষেরা সবুজের
স্বপ্ন দেখি মানব সৃষ্ট রোগ থেকে প্রকৃতি
ধীরে ধীরে সুস্থ হবে আগের মতোই।
মানুষ স্বপ্নাতুর বলেই,স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি মানুষের,মানুষের সম্প্রীতির, ভ্রাতৃত্বের
যেখানে মানুষ,ধর্ম- বর্ন নির্বিশেষে মানুষের
স্বপ্ন দেখি সুন্দরের,মানুষের অবাধ চলাচলের
স্বপ্ন দেখি মানুষের স্বাধীনতার,প্রকৃতির স্বাধীনতার।
এম এ রহমান