জীবন প্রভাত বেলা চৈতন্যর রোদ্দুরের আলো
হৃদ জানালার কাচে যখন মেরেছে উঁকি
সন্তর্পণে ধীরে ধীরে মন তুলিতে এঁকেছি ছবি
হৃদয়ের ক্যানভাসে,জীবন্ত গোলাপ ফুল।
আবেগের মাটিতে করেছি স্বপ্নের চাষ
যুগল চোখের কর্নিয়ায় ছিল ঝুলন্ত উদ্যান
হৃদয় গভীরে মকমলে মোড়ানো সমুদ্র ঢেউ
বুঝেনি কেউ,দেখেনি হৃদয় জিঞ্জির খুলে
আহা! চৈতালির তাপ,পুড়ে যায় সব রঙ।

জল রঙে বাস্তবতা আজ রুক্ষ হাতে আঁকে ছবি
ঝরে যাওয়া গোলাপ পাপড়ির,ডুবন্ত সূর্যের
হেঁটে হেঁটে আসা অন্ধকার আর মৃত স্বপ্নের শরীর।
বুঝিনি তখন, সময় পাখি উড়ে উড়ে নিরুদ্দেশ হবে
তার পালকের উষ্ণতা আর বসন্ত গান নিয়ে
বুঝিনি, সব পাখি ঘরে ফিরে না।

এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম
০১৭২৩৫৩৫৭২৪