সতের মার্চ যে ছেলেটি জন্মে টুঙ্গিপাড়ায়
সেই ছেলেটি বড় হয়ে খাঁন সেনাদের তাঁড়ায়
বলছি তবে তোমরা শোন চুপটি মেরে থাকো
সেই ছেলেটি স্বাধীনতার বিশাল বড় সাঁকো।

সেই ছেলেটি ছোট্ট থেকে দেশকে ভালোবাসে
মানুষের সে কষ্ট দেখলে দাঁড়ায় তাদের পাশে
সেই ছেলেটির অসীম সাহস বুকের মধ্যে পোষে
অত্যাচার আর অন্যায়কে সে পা দিয়ে যায় পিষে।

সেই ছেলেটি করুন সময় দেশের ক্রান্তিকালে
পা বাড়িয়ে যায় এগিয়ে এমন বিপদকালে
সাতই মার্চে বজ্রকন্ঠে তর্জনীটা তুলে
বীর বাঙ্গালী গর্জে উঠে মৃত্যু ভয়কে ভুলে।

ত্রিশ লক্ষের রক্তের দামে আসে স্বাধীনতা
সেই ছেলেটি দেশের তখন হলেন মহান নেতা
জানো তোমরা সেই ছেলেটি ইতিহাসে অম্লান
সেই ছেলেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম