সেদিনের অন্ধকার রাত্রিগুলো এতো নির্জন ছিল না
ফুরফুরে বাতাসের শীতল শরীরও ছিলো না
ছিলো না জোছনা মাখা রাতের শান্তির ঘুম
সেদিন-রাতগুলোর অন্ধকারে লুকিয়ে ছিল বৈষম্য
অত্যাচারের বিবশ চিৎকারের আহত বাতাস
লুন্ঠনের কাটাতারে ঝুলানো ছিল জোছনা আলো।
সাতকোটি অন্ধকার হৃদে যখন ভারী নিঃশ্বাস
যখন অত্যাচারের কালো ধোঁয়ায় অাঁধার নামে
ঠিক তখনি একটি তর্জনী সূর্যের মতো আলো বিকিরণ করে
বাতাসে ছড়িয়ে দেয় স্বাধীনতার সুঘ্রান
সতেজতা ফিরে আসে- জেগে উঠে কোটি কোটি প্রান।
সেদিনের তর্জনীর দ্রুতি অসীম সাহস বাঙ্গালী বুকের
মায়ের প্রতি অসীম ভালোবাসায় জ্বলে লেলিহান শিখা
উজ্জীবিত করে এক সাগর নোনতা রক্তে
রক্ত চোষক জোঁককে চুবিয়ে মারতে।
সেদিনের তর্জনীর কম্পাংকে আন্দোলিত কোটি প্রাণ
দূরে কোথাও কোকিল - গেয়ে যায় বসন্তের গান।
এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম