খাঁচায় বন্দী পাখি দেখো
ডানা ঝাঁপটায় দুখে
মুক্ত পাখি আকাশেতে
উড়ে মনের সুখে।
স্বাধীনতার সুখটা এমন
নাটাই ছাড়া ঘুড়ি
আপন মনে নিজ আকাশে
ইচ্ছেমতো উড়ি।
খাঁচায় বন্দী সিংহ যেমন
বিড়াল হয়ে বাঁচে
বনে আবার রাজা হয়ে
লেজটা তুলে নাচে।
স্বাধীনতার সুখটা এমন
যেন কাব্যধারা
ইচ্ছেমতো লিখেন কবি
সকল চিন্তাধারা।
এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম