প্রাণের প্রিয় বাংলা আমার বড্ড ভালোবাসি
তোমার বর্ণ হৃদে নিয়ে চিরদিনি হাসি
বাংলা আমার প্রিয় ভাষা বাংলায় বলি কথা
এ ভাষাতে কথা বলে জুড়াই মনের ব্যথা।
মধু দিয়ে মাখা আমার প্রাণের প্রিয় ভাষা
এ ভাষাতে কথা বলে শ্রমিক মজুর চাষা
বাংলা আমার মায়ের ভাষা প্রথম কথার বুলি
সোনার চেয়েও খাঁটি সে যে ক্যমনে তারে ভুলি।
ফেব্রুয়ারীর একুশ এলে কৃষ্ণচুড়ার ডালে
বাংলা মায়ের আঁচল ভিজে রক্ত রাঙা লালে
মনে পড়ে মনে পড়ে ফাগুন রাঙা অক্তে
বুকের রক্তে ভিজে রাজপথ আমার ভাইয়ের রক্তে।
এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম