নেবুচাঁদের ঝুলন্ত উদ্যান ক্ষয়ে ক্ষয়ে ধুলো আজ
মায়া, মহেঞ্জোদারো সভ্যতা পড়েছে মাটি চাপা
গড়ে উঠেছে নতুন সভ্যতার নাগরিক হৃদয়
যে গাছটা ঝরা পাতার শোকে ছিলো কাতর
নতুন কচি পাতার স্লোগানে সেও ভুলে গেল সব
পড়ে থাকে শুধু আমার এ-পৌরাণিক হৃদয়
তুমিময় বিন্দুর চারিপাশে আমার সৌরজগত
হৃদয়ের দূর্বাঘাসে শিশিরেরা জমে জমে হলো
প্রশান্ত মহাসাগর- অতলান্তিক নীল জলে পূর্ণ।
আলেকজান্ডার দ্য গ্রেট এর মতো একদিন
আমার বিতৃষ্ণা,অপছন্দ, খারাপলাগাগুলোকে
কুচি কুচি করে কেটে জয় করলে হৃদয়ের সব রাজ্য
যেন এলে,দেখলে,জয় করলে...আর
চলে গেলে...বিজিতার বেশে তোমার শহরে
শুধু পড়ে থাকে আমার এ-পৌরাণিক হৃদয়।

এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম