কিসের এতো বাহাদুরি কিসের এত বড়াই
তুমি মানুষ আমি মানুষ নাই ভেদাভেদ নাই।
একই রক্ত তোমার আমার একই মাটির শরীর
কুলি-মজুর,ধনী-গরীব,পুরুষ কিংবা নারীর।

যাদের ঘামে নগরচাকা ঘুরছে অবিরত
কেন তারা দিনের শেষে বুকে লুকায় ক্ষত?
কেন তারা শ্রমের মুল্য পায় না সঠিক ভাবে!
কেন তারা অনাহারী কাঁদে ভবের ভাবে?

শিক্ষা-দীক্ষা,ধন-দৌলতে হয়তো তুমি বড়
তাই বলে কি? রক্ত চুষে করবে তুমি জড়ো।
যাকাত দিলে কাঁদতো না কেউ পেটে নিয়ে ক্ষুধা
ভেবে দেখো মানুষ তুমি! মিথ্যে মহের হুদা।

রোজ হাশরে বিচার দিনে কাঁদবে তুমি যখন
পৃথিবীর সব মুল্যহীন ভাই ভাববে তুমি তখন।
অন্যের জন্য ভাবতে শিখো অতি সত্য মরণ
সব মানুষের কল্যানী হও শ্রদ্ধায় করবে স্মরণ।

এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম