আমার কিছুই নেই-কিছু ছিলো না কখনো
তবুও দিনের শেষে হারিয়ে যায় অনেক কিছু
তবু হারানোর শোক, হারিয়ে ফেলার শোক
হৃদয় উঠোন জুড়ে,হাহাকার শুন্যতাকে ঘিরে।
মানুষ একাকি আসে, একাকি চলেও যায় ফিরে
তবু একাকিত্ব, ঘুণ পোকার মতোই কুড়ে কুড়ে খায়
মায়ার বন্ধনে বাঁধা সুতোগুলো ছিঁড়ে গেলে
হাজার লোকের ভিড়,চারিপাশে- তবু একাকী
বিষাদের কালো ধোঁয়া মেঘপাখি হয়ে উড়ে
অভিমানের বৃষ্টিতে ভিজে ভিজে ধুতে চায় শোক
যেমন কয়লা ধুলে- তেম্নি নিঃশেষ হয়ে যায় লোক।
আমার কিছুই নেই- কিছু ছিলো না কখনো
তবুও দিনের শেষে,হারিয়ে যায় অনেক কিছু
তবু হারানোর শোক,হারিয়ে ফেলার শোক
হৃদয় উঠোন জুড়ে হাহাকার শুন্যতাকে ঘিরে।
এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম