আমি স্রোতের সিঁড়ি বেয়ে বুনো ভাঁটফুল চোখে
বসন্তের শেষ পদচিহ্নে চেয়ে থাকি
সময় এখনও রাস্তা পার হয়নি
অথচ একখন্ড দলছুট মেঘে বিচ্ছেদ বিষন্নতা।

চৈতালি উত্তাপে আম্র মুকুল ঝরার শ্লোগানে
কচি পাতায় বাতাসের নূপুর পষ্ট- কর্ণকুহরে বাজে
বোশেখ টর্নেডো চোখে যদি ঝরে শিল বৃষ্টি
সুন্দরের বনে হরিনের হৃদ হয় ধ্বংসস্তুপের ভাগাড়
তবে কতগুলো বসন্ত পরে- প্রকৃতির শরীরে
আবার ফুটবে-বুনো ভাঁটফুলের দল?
নাকি,ঋতুচক্রের গহ্বরে হারাবে বসন্ত!
হৃদয়ের মর্মরে অশ্রু ঝরাবে শুধু- শীত আর বর্ষা।

এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম