চারিদিকে নিস্তব্ধতা, কুয়াশা চাদরে ঢাকা
হিম হিম ঠান্ডা ঘ্রান,কনকনে শীতে আঁকা
প্রকৃতির কলরব,শীতে  জবুথবু সব
হৃদয় উঠোন বাগে,মনের ভেজা পাপড়ি
হিম হিম শীত জল পাপড়ির রন্ধ্রে রন্ধ্রে
বেদনার কুয়াশায় ম্লান হয় তার গন্ধ
সাতরঙ্গা প্রজাপতি বসে না ভেজানো ফুলে
কিছু পাতিহাস ছুটে,প্যাক প্যাক শব্দে জলে
গভীর জলে মাছেরা,সাঁতার কাটে নির্ভয়ে
জীবনের বেগ কমে, থেমে থাকে না কখনো
মনের গহীনে রাত তবু জোনাকেরা জ্বলে
হয়ত আঠারো মাসে বছরের শেষ হলে
ফালি ফালি সূর্য আলো কুয়াশা দেয়াল ভেঙে
উষ্ণতা নিয়ে আসবে হৃদয় উঠোন জুড়ে
মনের ভেজা পাপড়ি আবার গন্ধ বিলাবে
তখন আবার সেই সাতরঙা প্রজাপতি
প্রকৃতির কলরব হৃদয় উঠোন জুড়ে
তখন হৃদয় বাগে ফুলের সুবাস শুধু
বেড়ে যায় বোধোদয় জীবনের এ-খাতায়।

এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম