তার ডাগর ডাগর ওই ডাহুকীর চোখে
কবিতার উর্বর জমিন-বিচরণ ভূমি
আবেগের বীজ বুনি যতবার চেয়ে দেখি
ইচ্ছে করে চেয়ে থাকি অপলক আর
যাপিত এ-জীবনের সব কালো ধোঁয়া
করি কলমের কালি- আর চাষ করি কবিতার
ইচ্ছে করে- নিউরন ক্যানভাসে পুরোটায় চিত্র আঁকি
ডাহুকী চোখের অতলে উত্তাল প্রেম যমুনার
সে আমার প্রার্থনার বসন্তে ফোঁটা প্রথম ফুল
হৃদয়ের কূল ভাঙ্গা স্রোতস্বিনী নদী।
তার ডাগরডাগর ওই ডাহুকীর চোখে
চাঁদের মতোই আকর্ষন- হৃদয়ে জোয়ার আসে
ইচ্ছে করে ভাসি প্রেমের নৌকায় বসে
রাত্রির কোলে শুয়েই তার জোছনার আলো মাখি
সে আমার বসন্তের- বাসন্তী ভালোবাসা।
এম এ রহমান
হাতিয়া,উলিপুর, কুড়িগ্রাম