স্বপ্নের মোলাটে প্রত্যাশাগুলোকে ঢেকে রেখে দেই
শুধু প্রতিদিন জীবনের পৃষ্ঠাগুলো উল্টে যাই
দিনলিপি পৃষ্ঠাগুলো ভেসে যায়, না ফেরা সমুদ্র স্রোতে
আর সুখ খুঁজতে যাই না,তেমনটা
অনেক দেখেছি,মানুষ কেমন করে সুখের রশিতে
কষ্ঠগুলোকে বেঁধে রেখে জীবন পাড়ি দেয়
টাকার উপর প্রিন্ট করা সাতরঙের বেদনাগুলো
দিনের পরে দিন বুক পকেটে জমা করে
শেষে হারানোর ভয়ে,প্রতিক্ষনে অস্থিরতার নীল সাগরে
হাবুডুবু খায়- আহা! সুখের খাদক ।
অথচ জীবনে-যত সুখ- শান্তি যেন শুন্যতাকে ঘিরে
যার হারনোর কোন ভয় নেই- পেটে ক্ষুধার্ত হাঙ্গর
দিনশেষে একমুঠো ভাত পেলে হাঙ্গরগুলো কেমন
পুরো নীল সাগরের বুকে রাজত্বের পতাকা উড়ায়
আহা সুখ! আহা শান্তি!
যাদের হারানো ভয় নেই,তাদের শান্তির ঘুম
সিকিভাগ কিনে- আছে কোন বিত্তবান?

এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম