শীত এসেছে,হৃদয় চারপাশে কুয়াশায় ঘেরা
মন সবুজ পাতারা সারারাত ভিজে
পাতা বেয়ে বেয়ে বেদনারা জল হয়ে টুপটাপে ঝরে
মমতার কম্বল কুয়াশা জলে ভিজে ভিজে জবুথবু
হৃদয়ের চারপাশে অন্ধকারেরা হেঁটে বেড়ায়
একটু ওম চাই একটু ওম
মন সবুজ পাতাকে পুড়ে পুড়ে ওম নেই- রাত্রি জেগে
রক্তের বরফ গলে গলে - কষ্টের নোনতা আরো গাঢ় হয়
কাকের বিচ্ছিরি কা- কা ডাকে কুয়াশাচ্ছন্ন ভোর হয়
পৃথিবীর সব রঙ কুয়াশায় ঢাকা- ভিজে ভিজে জবুথবু
মেঘের ওপারে মেঘেরা সূর্যকে ঢেকে রাখে
মানুষ বলেই- কুয়াশার জাল ছিঁড়ে ছিঁড়ে হাঁটছি দৌড়াচ্ছি
বুঝে গেছি- বাঁচতে হলে রক্তে উষ্ণতা দরকার-নচেৎ মৃত্যু।
এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম