স্বপ্ন যাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে আমার
এখন আর আগের মতো...
লাল, নীল ডানাকাঁটা পরীরা আসে না ঝাঁকে ঝাঁকে
বাঁধে না বাসা; অতি উৎসাহে
থমকে যাওয়া এই জীবনের বাঁকে।
ওরা নিরুৎসাহী, স্বার্থের ষোলআনাবাহী
ওরা সুর, রং হীন
সকল মৌসুমের যেন পতিত জমিন
নিরাশার শত ধাপ, ব্যাভুল স্বভাব!
ওরা সীমানার কাঁটা তার
স্বপ্ন যাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে আমার।
স্বপ্ন যাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে আমার
এখন আর আগের মত...
মুখরোচক বিলাসীতাগুলো আসে না সাথে সাথে
গভীর রাতে; বিভোর রাঙ্গানো বিছানায়
আকাশ ছুঁতে মন চায় না...
মন চায় না বাতাসের উপর শূন্যে ভেসে বেড়াই
......মধুর বাসর সাজাই
অথবা ঐ দুর দিগন্তের যতটুকু সীমানা
মনে হয় না এখন আর মুহুর্তে করি পার
স্বপ্ন যাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে আমার।