সংসার আমার ভাল লাগে না
তবু আমি সংসারী ...
ন ছয়ের এই দিন দরিয়ায়
বৃথা সুখের খোঁজ করি।
অলস সময় বস্তা পঁচা স্বপ্নের করি চাষ
খুব অল্পতেই ডেকে আনি নিজের সর্বনাশ।
নিজের নামে গোপের কুড়াল
হিচকে মারি চেয়ে...
দুর্ভাগা এই কপাল আমার
ভীষণ খুশি পেয়ে।
পাওয়ার ছিল অনেক কিছু
অনেক চাওয়া-পাওয়া
গব্য ঘোসাই পণ করেছি
নাইকো নাওয়া-খাওয়া।
আমি আবার ভীষণ পারি
দিব্যি, মানস, শপথ
ভীড়ের মাঝে খুজে বিড়ি
হারিয়ে যাওয়া পথ।
পথের পানে পথিক টানে
নিত্য আমি শু মারি
সংসার আমার ভাল লাগে না
তবু আমি সংসারী।।।