জনগণের মাথার উপর বাঁশ পড়েছে ওই-
মাগো আমার আলুবর্তায় পিয়াজ গেলো কই?
চালের দরে, লবণ জলে থোকায় থোকায় আগুন জ্বলে
পেটের ক্ষুদায় ঘুম আসে না, তাইতো জেগে রই-
মাগো আমার পান্তা ভাতে পিয়াজ গেলো কই?
সেদিন হতে কেন মা আর পিয়াজ দিয়ে না রাঁধো?
পিয়াজ কথায় মরিচ দিয়ে ভাতটি কেন সাধো?
খাবার খেতে আসি যখন, পিয়াজ- লবণ খুজি তখন
ওঘর থেকে কেন মা আর পিয়াজ আনো নাকো?
আমি খুঁজি তুমি কেন চুপটি করে থাকো?
বল না মা পিয়াজ কোথায়? আনবে আবার কবে?
কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
পিয়াজের মতো ফাঁকি দিয়ে, লবণও যদি লুকায় গিয়ে
লবণ-পিয়াজ ছাড়া মানুষ কেমন করে খাবে?
লবণও নাই- পিয়াজও নাই- বাহ্! কেমন মজা হবে?
মজুদদারে ভরে গেছে, সব মুনাফাভোগীর দল
সস্তা কথায় বাড়ায় শুধু দামটি অনরগল
গরু, খাসির বুনার ফাঁকে, পিয়াজ যখন লুকিয়ে থাকে
কেমন যে মা লাগে তখন জ্বিবে আসে জল
মজা করে খেতে চাইলে, বলবি কি মা বল?
জনগণের মাথার উপর বাঁশ পড়েছে ওই-
মাগো তোমার তরকারীতে পিয়াজ গেলো কই?
চালের দরে, লবণ জলে থোকায় থোকায় আগুন জ্বলে
পেটের ক্ষুদায় ঘুম আসে না, তাইতো জেগে রই-
অনেক হলো মাগো আমার পিয়াজ গেলো কই???