নিঃস্তর এক জাতি, তোরা মানুষের মতো দেখতে
মানুষের সমাজে বসবাস তোদের, তাদের মতোই বাঁচতে
তোরা কোন মানুষের ওরষে জন্ম, তবু অমানুষের মতো থাকিস
অনাহারীর মুখের খাবার কি করে নিজের গুদামে রাখিস?
তোদের মানবতা আর মনুষ্যত্ব কি নিলামে হয়েছে লুট
এই দূর্যোগেও বিধাতার ভয় নেই, তোরা বড়ই অদ্ভূত!
তোদের বাঁচার আকুতি অথবা দরবারে, কিভাবে হবি পার?
মিছে বন্ধনে নামে-বেনামে, সবি করছিস সাবার!
ওই রাস্তার দ্বারে অথবা দিনমজুর, যার অধিকার নিলি কেড়ে
একদিন সবাই হিসাব চেয়ে আসবে তোদের তেড়ে।
লজ্জিত এক জাতি, ওরা নিরবে নিভৃতে কাঁদে
বিধাতাই শেষ সম্বল, ওরা সেই আশায় বুক বাঁধে।
ওদের রাতের আঁধার দুর হবে যবে দিনের সূর্য হাসে
জানিস, মারিবার নাই পথ যারে বিধাতা ভালবাসে।