মাগো তোমার ছেলে কাঁদছে দেখো না
রাগে আর অনুরাগে……………
মাগো কাঁদছে তোমার ছেলে……………।।
হাসি গুলো তার হারিয়ে গিয়েছে
মানে আর অভিমানে,
মাগো গাইছে সেই কথা গানে।
তোমার বাগানের শেষ কলিটিও ঝরে যাবে অনাদরে,
মাগো প্রদীপ জ্বেলেনো না ঘরে।
উঠোনে দাঁড়িয়ে প্রণাম করো না
চন্দ্র-সূর্য, তাঁরা,
মাগো ছেলে নিয়ে গেছে তারা।।।
কেঁদো না মাগো নিরালা নিরবে
ভাঙ্গা ঘরের এক কোণে,
মাগো দুঃখ নিও না মনে।।
মমতাময়ী মাগো তুমি
ফেলো না আঁখি জল,
তোমার দুঃখে চির দুঃখী মাগো
আঁখি মোর ছলো ছল
মাগো ফেলো না আঁখিজল।।।
আশার ঘরেতে বাসা বেঁধেছে
নিরাশার ঘুনপোকা,
দিনে দিনে সে লুটে খেয়েছে
তোমার অবুঝ খোকা
মাগো তোমারী অবুঝ খোকা।।
সুখ চেয়ে মাগো দুঃখ পেয়েছো
কেঁদেছো সারা জীবন,
তুমি কাঁদলে আজও বৃষ্টি ঝরে মাগো
সহে না মেঘেরও মন
মাগো সহে না আমার মন।।।
দিনের শেষে রাত আসে মাগো
প্রদীপ জ্বলে সবার,
তোমার ঘরের আলোর প্রদীপ
কেন ছড়ায় অন্ধকার?
মাগো ছড়ায় অন্ধকার।।।
অভিযোগ করো না মাগো তোমার বিধিরে
রাগে আর অভিমানে,
বিধি ক্ষমা করে দিবে সকল ছেলেরে
যারা আছে মার প্রাণে
মাগো তোমার ছেলে কাঁদছে দেখো না
রাগে আর অনুরাগে
মাগো কাঁদছে তোমার ছেলে।।।।।।