ঝিলমিল করে জ্বলে উঠবে আবার
সব ঢুবন্ত আশার বাতি
স্থবির হয়ে যাওয়া চাকা গুলো পাবে
দুরন্ত চলার গতি ।
সোনার দামটা চওড়া এখন
তাই খানিকটা দিন পর
সোনার দেশকে বানিয়ে দিবো
সোনার বাংলা ঘর ।
নোঙ্গর তুলে উজান চরে
বসে বসে ভাবি কবে?
সোনার বাংলার মানুষ গুলো সব
উড়বে পাখিদের কোলরবে ।।
জোয়ার উঠছে গণসমুদ্রে
আজ আমরা হয়েছি মাঝি
স্বাধীনতার নামে আরো একবার না হয়
হবো শহীদ গাজী ।।
কৃষক হয়ে যাবো কিষাণের দ্বারে
ফসল বিপ্লব হবে প্রতি ঘরে ঘরে
আনবো চিনিয়ে সবুজের মাঝে কপোলের লাল টিপ
আধার জাতিকে উপহার দিবো স্বপ্নের প্রদীপ ।।
মেধার আহ্বান আমরাও বুঝি
মেধা খুলে দেয় দ্বার
মেধার শিখা জ্বালিয়ে গোছাবো রাতের অন্ধকার ।।
শৌর তুলবো শ্রমিকের প্রাণে
তরুণ জাগবে নব জয়গানে
শিশির শুকাবে লাখো পদ ছোয়ায়
দিবস পুরাবে হেসে.......
বাঙ্গলীর প্রাণ অমরত্ব খুজে বাংলাকে ভালবেসে ।।
শহীদ বেদীতে পুষ্পস্তবক
চাইবে না কোন বীর
কিরণ ছড়িয়ে লালিত স্বপ্নের যদি উদিত হয় রবির
কবির কলম কালের সাক্ষি
তাই স্বাধীনতার ৪১ বছরের পথ
আমরা বাঙ্গালী নিতে পারি নী আজও
একটা স্বাধীন জীবনের শপথ ।।
তবে কি আসলে সবি কথার কথা
এতোটা বছর পেরিয়ে আজ
আমাদের স্বাধীনতা আমাদের দিয়েছে
শুধুই মানুষের লাশ ।।।