কবিঃ আমি এ কেমন দিবস করছি পার?
চারিদিক যেন হলুদশূণ্য- মনেতে হাহাকার!

ফাগুনঃ এ আর নতুন কি গো মশাই!
থাকবো না জেনেও মিছে কেন ছিলে আমার ফেরার আশায়?

কবিঃ শুনো, দোষ দিও না বৃথা......
মিছে কেন শুধু বৃথা হতে যাবে অবুঝ হৃদয় কথা?
তুমি থাকবে বলে দেখো আমার আঙ্গিনা সেজেছে ফুলে
ভোমর গুলো উৎচেতন আজ সরব কোলাহলে।।

ফাগুনঃ বাহ! ভারি মিষ্টি বলেছো তবে...
স্বপ্নভরা ওই চারিদ্বার বলো কখন হলুদ হবে?
কখন তোমার মনের ঘরে
আমি আসবো মিষ্টি হেসে?
কখন তুমি বরণ করবে আমায় ভালবেসে?

কবিঃ যে বিদায়ে থাকে শুধু না পাওয়ার পরম জ্বালা!
আর সেইক্ষণেতে যদি বুঝি তোমার অবহেলা,
তবে নাই বা করি বরণ! সখি;
ভালবেসে আর করো না হৃদয় অপহরণ!!

ফাগুনঃ শুনো, মিছে করছো আমায় দোষী
কেন শেষের বেলায় বলো তোমায় বিষণ ভালবাসি
কেন প্রকাশ করো আমার প্রতি তোমার দুর্বলতা
থাকবো না জেনেও- কেন বলো অপূর্ণ প্রেমের কথা?