আমি তো এতো বড় হতে চাইনি
চেয়েছি উড়ন্ত পাখির মতো পড়ন্ত বিকালে ডানা মেলে উড়ন্তে
তেপান্তরে চড়িয়ে বেড়াতে চেয়েছি আপন মনে
-কখনো বাস্তবতার কাঁটাতার হতে চাইনি
আমি তো এতো বড় হতে চাইনি।
ঐ সফলতা নামের পাহাড়, ঐ দূর্গমগীরির অর্জন
ঐ ফেলে আসা মধুর অতীত দিয়েছি যেথায় বিসর্জন।
ঐ চেনা ভালবাসা.........
.........যত মায়ার বাধঁনে রাখা
ঐ বন্ধুদের খুনসুটি.........
...... যত হারিয়েছি মোটামুটি
ঐ স্বপ্ন দিয়ে সাজানো শখের রথ
আজ সবি যেন অচেনা পথ।
তবু! ভালবাসায় আগলে রাখা মানুষগুলো...
পাথরে নাম লিখুক কবু চাইনি
আমি তো এতো বড় হতে চাইনি।
আমি তো এতো বড় হতে চাইনি
কর্তব্যের বেড়াজালে নিজেকে লুকাতে চাইনি
শৈশব, কৈশোর, যৌবনের আনন্দটুকু হারিয়ে বার্ধক্য নিতে চাইনি
স্বপ্ন হারিয়ে পাওয়ার স্বপ্নে......
...... ঘুমিয়ে থাকতে চাইনি
আমি তো এতো বড় হতে চাইনি।।।