এখন আর কোন রবীন্দ্রপ্রেমী নেই
চলে নাকো নজরুলের বিদ্রোহী কবিতা
কোথায় পাবো জনাব পল্লীকবির সেই নকসী কাথাঁর মাঠ?
নেই আজ আঁকাবাঁকা মেঠোপথের ছবিটা।
মানুষের রুচিবোধ! সময়ের বোধসোধ
বাদামে ঠেকেছে দাদা বাঙালির মনটা
স্বপ্নের এই দেশে, ভদ্র লোকের বেশে
বানরের গলায় বাধে ঘন্টা।
রোজকার অধিকার, হারিয়েছি যা পাবার
গুজবে মেতে থাকে আহা! পুরো দেশটা
কোকিলের কলরব, আগুনে পুড়েছে সব
রয়ে গেছে ছাঁইপোড়া রেশটা।