শরমে ঢাকা দিনটুকু মোর
ভাপসা গরম রাতে...
চুনি পুঁটির এ সংসারে
রোজ আড়িঁ তাঁর সাথে।
মেজাজ বাপু বড়ই কড়া
আস্তো কথার ঝাড়ি,
এ কিনে দাও, ও কিনে দাও
গয়না, জুতো, শাড়ী।
রোজ দুপুরে... ওই সাপুড়ে
হাজার বায়না শুনি
রাতের বেলা হর-হামেশা
দিনেও তারা গুনি।
বউ বলে দাও... এই নিয়ে খাও
কত ঢংয়ের সাজি
ধমক ছাড়া হঠাৎ করে
সবকিছুতেই রাজি।
তবু আমার দিবস ভালো
কাসা-ঘন্টা ছাড়া
বউ বলেছে... বাড়ি যাবো
আজকে ভীষণ তাড়া।।।