বন্ধু তুমি কার? - আলো নাকি অন্ধকার!
সূর্য অথবা চাঁদ নাকি আজগবী অম্যবশ্যার রাত ?
শিশির ভেজা ঘাস নাকি বিন্দুতে সর্বনাশ ?
সৌরভী বাহারী ফুল নাকি অমার্জিত ভুল ।।।
বন্ধু তুমি কার? - প্রজা নাকি সরকার!
শাসক অথবা শোষণ নাকি তৈল মাখা সব তোষণ !
প্রতিশ্রুতি ভরা আশ্বাস নাকি অপূর্ণ সব বিশ্বাস ।।।
বন্ধু তুমি কার? -কোন বিজয় নাকি হার!
আনন্দ অতপরঃ সুখ নাকি বেদনা ভরা বুক?
বিজয়ী স্লোগানে নাকি শোকে ঘেরা দুখী গানে?
বন্ধু তুমি কার? -মুখবান্ধব নাকি আত্মার!
সময়ের একফোঁটা জল নাকি অপ্রত্যাশিত ঢল?
হৃদয়ের চেনা হাসি নাকি অচেনা পরবাসী?
প্রাপ্তির বিপরীতে পূর্ণ নাকি কামনার ঘর শূণ্য।।।
বন্ধু তুমি কার?- আপনের নাকি সবার !!
উৎসর্গীত ইতিহাস নাকি কালের পরিহাস?
বিলিয়ে দেয়া ছবি নাকি না পাওয়ার ঝুলিতে সবি?
হার না মানা কথা নাকি না বলা নিরবতা?
বন্ধু তুমি কার?- আমার বন্ধু তুমি কার ।।।