ফিরে আসবে না রবীন্দ্রনাথ
আসবে না নজরুল;
শুধিত হবে না বহুকালের করা
জানা অজানা ভুল ।।
কি পেয়েছি আর কি পাইনী
যদি হিসাব করতো মানুষ;
আয়ুস্কালের বাকিটা সময়
থাকতে হতো বেহুশ ।।
পরপারে বিচার হবে
মানতো যদি সবে;
দুনিয়া থেকে হারাম সবি
পালিয়ে যেতো কবে!
তোমার রাস্তাটি আগে হোক বন্ধু
পিছে যাবো না হয় আমি;
এমন কেন ভাবি না আমরা
পরের জীবনটিও দামী ।।
অলস কথায় কলস ভরা
কেন নিন্দার করি চাষ ?
সহজ সরল প্রাণ গুলো হয়
শুধু কালের পরিহাস ।।
ছোট আমি সদাই রব
তোমরা বড় রও
আামি হবো বোকার গুরু
চালাক তোমরা হও ।।।