ভালবাসাটা মনের সুন্দর নতুন কিছু নয়
প্রতি বছর প্রকারন্তে দিবস পালন হয়
তুমি ভাবছো এটাই সেরা এলো বছর ঘুরে
আপন মানুষ আরো আপন মনের অচিন পুরে
সকাল সুন্দর দিনের আলোয়, স্বর্গীন গোধুলি বেলা
মনের রাজ্যে হৈ হোল্লোর বসে মিলন মেলা।
তুমি সুন্দর, তোমার সুন্দর- আরো কত কি!
তোমার রুপে সুভাষিত হয় রাতের জোনাকী।
চাঁদের রংয়ে সাজাও যারে, সেই চাঁদটা যেন কার
প্রতি বছর হাজার চাঁদের নিত্য হাহাকার।
তবু দিবস ভাল, মনে পড়ার তুমিই যেন সব
তোমার জন্যই নতুন চাঁদের এতো কলরব।