একদা কাহারে ভালবাসিয়া
বাজিতে রাখিয়াছিলাম প্রাণ
আজকে সে জনা অন্য কাহারে
বানাইয়াছে তাহার জান।
সহজ সরল মনটা আমার
তাহারে ভাবিয়াছে সব
চোখের পলকে সে আমায় হঠাৎ
বলিলো অসম্ভব।।
ভুলিবো না তাহারে; তাহার প্রয়োজন
যতই ছিলাম আমি
পুরাইয়া গিয়াছে সবটুকু তাহার
ধরায় কিংবা আসমান-জমি।
হেয়ালিপনায় মর্ত্য থাকিয়া
আমি সাজি দেবদাশ
অনুতপ্ততা নাই তবুও তাহার
করিয়া সর্বনাশ।।
একদা তাহারে ভালবাসিয়া
আমি আজ পরবাসে
আমারে ভুলিয়া রোজ সে জনা
কাহারে ভালবাসে।
সুখ থাক সে জনা, সুখে থাক শুধু
আমারে চিনিস না তবু
পরকে ভাসিয়া ভাল, আমারে মিথ্যে
আশ্বাস দিস না কবু।।
হারিয়াছি সব; হারিয়াছি বিশ্বাস
তাই ভালবাসিনা আজ কাউরে
যত্ন করিয়া এই বার্তা খানি
জানাইয়া আসিও তাহারে।।।