চাওয়া পাওয়ার হিসেব কে না করে
রাজার কাছে প্রজার চাওয়া
পিতার কাছে পুত্রের
মাতার কাছে সন্তানের
ভাইয়ের কাছে ভাইয়ের
বন্ধুর কাছে বন্ধুর চাওয়া।
চেয়ে না পাওয়ার বেদনায় ভরে বুক
পেয়ে হারানোর কষ্টে কাটে কারো রাত।
আমিতো কিছুই চাইনে তোমার কাছে!
চাইনে বিশাল অট্টালিকা
চাইনে রাজার রাজ সিংহাসন।
তপ্ত বুক জ্বালাময় অগ্নিদহনে
আর কতকাল জ্বলবো বলো?
ঋতুর ঘুর্ণিপাকে ভাগ্যের বিড়ম্বনা!
আজ আমার কিছুই দাবি নেই, শুধু
শুধু তুমি বৃষ্টি হয়ে নেমে এসো তমালিকা।