শ্যামল সবুজ পটে আঁকা ছবি
পত্র পল্লব সুন্দর কিশোলয়
তীর ছোঁয়া স্রোতবতী লৌহজং বুকে
পানকড়ি বেড়ায় ভেসে।
এ্যালবামের পাতা উল্টে দেখি
হৃদয় খানা মিশে গেছে।
একদিন ভালবেসে ছিলে
এখনও সে কথা পড়ে মনে?
সে সব ভুলে গেছি!
ভুলের এ সংসারে কে কাকে
মনে রাখে বলো?
তুমিও ভুলে গেছো হয়তো,
ভুলাটা অস্বাভাবিক কিছু নয়!
একদিন-দুইদিন-তিনদিন
তারপর----
চেয়ে দেখো আজ
স্মৃতির আয়নায় জমেছে ধুলো।
স্রোতবতীর বুকে পরেছে চর
ধবল বক বেদনার আল্পনা আঁকে
আজো তোমার কথা মনে হলে
জলে ভরে যায় দুটি চোখ।