বন্দি গো বাসুকীমাতা, বন্দি বিষহর ।
বন্দি গো ফরিদ খাঁন বন্দি গৌড়েশ্বর ।।
এক মন হঁঞ্যা হেথা গাহিব মঙ্গল ।
ধুতি, তুতি পুঁতি বিনে জনম বিফল।।
সুন এবে এক মন হরিহর রায় ।
বেনিয়া কোঙার কতি কী হেন গোঙায় ।।
জওদিপে দিঙি গেলা ছামুদ উতাল ।
পঅন পো কোধি পাল আউলবাল ।।
গড়াঞি গড়াঞি দাঁড়ি আগুলায় কাঁতি ।
ধনপতি চিন্ত মনে সব হল্য ফাঁতি ।।
সুন বেনিয়া পোগণ্ড বিষহরী কন ।
একমন হঞ্যা এবে করহ বন্দন ।।
ধনপতি গোঙাঞি বন্দিল মহেশ্বর ।
মঙ্গল ভনে শ্রীরঞ্জি আরতিশঙ্কর ।।
(রচনা কাল : ১৬৩৯ শকাব্দ )