মাঠের শেষে ঝরনা ।
ঝরনার ধারে ধারে কুরুবক ফুলের বন।
মাঝরাতে চাঁদের আলোর সাথে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়েছে বুনোফুলের গন্ধ ;
মাঠে কারা যেন গোল হয়ে বসে আছে ।
গিয়ে দেখি ধবধবে সাদা কাপড়ে ঢাকা শব ;
আর শব ঘিরে কী একটা ঘোরে দুলে চলেছে কদাকার কিছু লোক ।
দমকা হাওয়ায় সরে যায় শবের চাদর,---
এ কী ! এ তো......
লোকটা যে আমার খুবই চেনা...
আয়নার সামনে দাঁড়ালেই প্রতিদিন দেখি ;
হঠাৎ মাথার মধ্যে বয়ে যায় তীব্র গতিশীল নীলকান্তি ঝড়...
কালো হয়ে আসে চাঁদ ;
মাঠে কেউ নেই ।
ঝরনা-পারে নীলাভ ঝোপ-ঝাড়, ঘুমন্ত গ্রাম ;
তাকিয়ে দেখি, একটা ধবধবে সাদা চাদর হাওয়ায় ভাসতে ভাসতে ভাসতে ......
জ্যোৎস্নার কুরুবক বন, কলধ্বনিমুখরিত ঝরনা পার হয়ে যাচ্ছে ...