এমন কী স্নানের সময় জলের কাছেও
গোপন করেছি সংক্রামক মহারোগ ;
প্রতিবেশী-বন্ধুদের সম্মুখে কোনও দিন
সংকোচ-বশত উন্মুদ্র করিনি করতল ।
প্রখর আলোর নীচে কখনও দাঁড়াইনি ত্রস্ত,
সুনিশ্চিত জানি যে ঐ তীব্র উজ্জ্বল
আলো চিনে নেবে, ঠিক আমার মুখশ্রীর
গুপ্ত রেখাগুলির ঘনাতিঘন তমসা-সংযোগ...

বৃক্ষেরা ভেবেছে আমি সহজ লোক, ভালো...
নিশ্চিন্তে তাই শ্যামশ্রী মঞ্জরি পাঠায়--
নিদারুণ উত্তপ্ত, কিরণ-বিকিরণ অক্ষম ;
অভিশপ, স্পর্শমাত্র সমস্ত জ্বলে-পুড়ে ছাই...