যমদূত!যৌবন ছেড়েছি সবে
জৌলুসে পড়েনি টান,
এরই মধ্যে চৌকাঠে মোর করলে
অধিষ্ঠান?
কুচকুচে কালো চুল গুলো
পাক ধরেছে সবে, তাই--
আয়নার সামনে আবির্ভাব হই
বারবার, চিরুনির চাতুর্য্যতায়
চেষ্টা করেছি তাদের পরিপাটি
রাখতে,দেখি,সত্যিই কি সময়
হয়েছে শব হয়ে যাওয়ার?
শরীরের প্রতি স্নেহ কিছুটা হলেও
বেড়েছে, যাতে বেশি দিন বিশ্বের
বৈভব দেখি,যেন...
পিরিতি হীনে না যায় প্রাণ।
যমদূত, যৌবন ছেড়েছি সবে
জৌলুসে পড়েনি টান, এরই
মধ্যে চৌকাঠে মোর করলে
অধিষ্ঠান?
ওইতো কয় দিন আগে....
উলঙ্গ উল্লাসে সেরা হতে গিয়ে
সেরাকে শীর্ষে তুলিনি,
শ্রেষ্ঠত্ব লুটতে গিয়ে সাধুর সঙ্গ
ছেড়ে আসাধুর ঔদ্ধত্যের সঙ্গে
করেছি আপস, স্বার্থের স্বাদ পেতে-
পেতে আমিত্বে আপন করে সেদিন
নিজের ত্যাগী মনটায় করেছি তোতলা।
সেই আত্মকেন্দ্রিকতার আমিত্ব
ধরে রাখতে পারিনি,বয়সের বলিরেখা
মুখমন্ডলে দিয়েছে চাপ।ত্বক সামান্য
তামাটে ধরেছে,ঈর্ষান্বিত চোখ চশমা
পরেছে,হীনমন্যতা হেনেছে আঘাত।
তাতে কি যায় আসে?
আধা খাওয়া দাঁত গুলোতো দাম্ভিকতায়
আর কাউকে করেনি অসম্মান?
যমদূত!যৌবন ছেড়েছি সবে
জৌলুসে পড়েনি টান,
এরই মধ্যে চৌকাঠে মোর করলে
অধিষ্ঠান?
দেহের আড়ষ্ঠতায় আড়ম্বতা
এখন আড় চোখে দেখি,
আত্মকেন্দ্রিকতা আতিথ্য পেয়েছে,
সোনা, মনার সুখ সখ্যতা খুঁজি
তাতে কি দোষ বলো?আধা-কাঁচার
গুণের চেয়ে দোষ থাকে বেশি, এই
অসার আধুনিকতা আতস্থ করে।
বলিষ্ঠ হতে বাহুবলি সেজে বিষাক্ত
করেছি সমাজ,কলির কেষ্ট সেজে
কামনার আগুনে কলিযুগের করেছি
বদনাম, সেবায় নিয়জিত হয়ে
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে শান্তিতে
ঘুমিয়েছি,পরের ধনে পোদ্দারী করে
খয়রাতি করেছি আর নাম কামিয়েছি
দাতাকর্ন সেজে, এইতো সামান্য পাপ!
তাতে কিছু যায় আসে?তা বলে.....
বার্ধক্যের বলিরেখা দেখে বলী
দেওয়ার জন্য বয়সের কমালে ব্যবধান?
যমদূত!যৌবন ছেড়েছি সবে
জৌলুসে পড়েনি টান,
এরই মধ্যে চৌকাঠে মোর করলে
অধিষ্ঠান?
                 ----------- রঞ্জন গিরি।