যামিনির ভয়ে যম কাঁদে
জোৎস্না দেখে হাসে,
যাতনার জ্বালা কতখানি
ভেবে মরে যম ত্রাসে।
আঢ় হয়ে দেখি উড়ো মেঘ
বধে জোৎস্না কনিকায়,
আলো পেয়ে কালো রাজা
উড়ো মেঘে ভয় পায়।
যমের যম যাতনার ভয় মনে
যদি যামিনী জমে!
যাবেনা যামিনী জীবন ভোর
জোৎস্না রাখিলে বামে।
--------- রঞ্জন গিরি।