তোমার মুখের ভাষা চেনাতে পারে
তুমি মানুষ হিসেবে কেমন,
তুমি ভবিষৎ-এর কোন পথিক
তোমার বলবে চলন-গমন।
তোমার ভদ্রতাই বলে দেবে
তুমি কোন পরিবারের ছেলে,
তুমি জ্ঞানী কত জানবে লোকে
অহেতুক তর্কে যুক্ত হলে।
তোমার প্রভাবশালীর তকমা বলে
তুমি দৌলত দম্ভে করো বাসা,
এখন তোমার ছোঁয়া মূর্খ পেলেও
বুঝতে পারবে তোমার মনের ভাষা।
তুমি বিশ্বস্ত কিনা বলে দেবে
তোমার ঈর্ষান্বিত কথার চাল,
তোমার ফুসফুসনি কথার ধরন
বোঝাবে তোমার সততার হাল।
তুমি বলপূর্বক শ্রেষ্ঠত্ব কেড়ে
লোভ চেনাও সবার কাছে,
তোমার বিচার গুনে বিবেক চেনাও
হৃদয় চিনতে হীন আছে।
-------- রঞ্জন গিরি।