ঠিকানা যখন গোর আর শ্মশান
--------- রঞ্জন গিরি
ঠিকানা যখন গোর আর শ্মশান
কেন বিষয়ের বিষ করিস পান,
তুই মাটির তলে যাবি চলে
তোর জ্বলবে চিতা পুড়বে প্রাণ।
কেন বিষয়ের বিষ করিস পান।।
তুই চুমু খেয়ে কেন হিংসার গালে
পাপের বাপের করিস পূজা,
কেন দুঃখির অন্ন কেড়ে ধন্য
খুশি মনে পাস ভীষন মজা।
লোভের লাভ কি করবে ভাব
মাটিতে দেহ তোর পেলে স্থান।
কেন বিষয়ের বিষ করিস পান।।
তোর অহংকার ওই সিংহাসনের
তার ভাঙলে পায়া যাবে কায়া,
তোর ঐতিহ্য ইমারত উবেই যাবে
না পাবি তোর ওই মায়ার ছায়া।
হিম্মত যে তোর হারিয়ে যাবে
পাবিনা তুই কখন ঘরের ঘ্রাণ।
কেন বিষয়ের বিষ করিস পান।।
----- রঞ্জন গিরি।