যেখানে যুক্তির হয় শেষ
সেখানে ভক্তি হয় শুরু,
যেখানে ভয় হয় ভয়ানক
সেখানে ভগবানে ভীরু।
যেখানে বায়ু, ব্রহ্মান্ড,বহ্নি
হৃদ স্পন্দন হয় কেন প্রাণে!
সেখানে কেন'র উত্তর
কর্মকর্তাও না জানে,
যেখানে মানুষ ও মনুষ্যত্ব
রূপও রুদ্র হয় ভিন্ন,
সেখানে বিজ্ঞের বিজ্ঞতার
বৈভবের বিরূপাক্ষ অচৈতন্য।
যেখানে জ্ঞানীর জ্ঞান পূর্ণ
আঁত ভরে কেন আতিথেয়তায়?
সেখানে নির্লিপ্ত নির্বোধ কেন
স্বর্গ সুখ থাকে অন্ন স্বকীয়তায়।
--------- রঞ্জন গিরি।