শিত চিন্তার কলেবর
শীতে থাকে কুঁকড়ে,
শিতি জন্য তিথি খোঁজে
শিব পেতে আষাঢ়ে।
শিরদাঁড়া ভঙ্গুর
শিরঙ্গ নেই তার,
শিরোস্ত্র পরে সে
শিরালের নেই সাড়।
শিরদেশ নুয়ে পড়ে,
শিরমালিনীর পদে,
শিরচ্ছেদ করে নিজে
শিলা পড়ে কেঁদে কেঁদে।
শিষ্টি দেয় শ্রীপতি
শিষ্টাচার নেই মনে,
শিষ্ট জনে শিহরিত
শীর্নতা পাপ জ্ঞানে।
------- রঞ্জন গিরি।