আড়ম্বরে উড়ছে টাকা
অনাড়ম্বরে শুকায় আঁত,
পরের ধনে পোদ্দারিতে
জগৎ হারিয়ে জগন্নাথ।
'বাবু' সাজতে বাবাল প্রিয়
নিম্নাঙ্গ ঢাকতে নুয়ায় ঘাড়,
দাগ মোছাতে দানীর গপ্প
কথার প্যেচের দোকানদার।
পাঙ্গা নিতে পদ্মার ইলিশ
ধার করে চাল ধরায় উনুন,
নয়টা গ্রাম নেমন্তন্ন দিয়ে
বুক ফুলিয়ে ওড়ায় বেলুন।
শান্তি প্রিয় সন্যাসী রাজা
শৌখিনতায় কৌপিন তাঁর
নজির বিহীন নারী সঙ্গ
ধর্ম ধর্ষণ তাঁর অহংকার।
জ্ঞানী বোঝাতে গঙ্গা জল
শীতল মনে শিশিতে রাখে,
পিপাসায় প্রাণ যায় যাক
তবু,গঙ্গা ছিটিয়ে গঙ্গায় ডাকে।
-------- রঞ্জন গিরি।