সমালোচনা শুধরে দেবে
প্রশংসাতে হয় পতন,
সমালোচক সেথা শত্রু হয়
প্রশংসাবিদ হয় রতন।
সমালোচনা স্বাধীন হলে
প্রশংসা থাকে পরাধীন,
সমালোচনা সত্যের মাখন
প্রশংসা ঘোল প্রতিদিন।
সমালোচনা শৌর্য ধরে
প্রশংসা বাবুর ধরে পা,
সমালোচনা সনৎ সাগর
প্রশংসা প্রীতি পীড়ার ঘা।
সমালোচনায় শিরঃপীড়া
প্রশংসার প্রতি প্রেম তরু?
সমালোচনা শীর্ষের পথ
প্রশংসার পথ হয় সরু।
সমালোচনার সান্নিধ্যে শক্তি
প্রসংসা পরায় পায়ে বেড়ি,
সমালোচক হয় সিদ্ধ পুরুষ
প্রসংশক পেটায় তেল ছড়ি।
সমালোচনার শ্রদ্ধা করিও
প্রশংসা না করে পরিধান,
সমালোচনা সহ্য করলে
প্রশংসায় পাবে পরিত্রাণ।
-------- রঞ্জন গিরি।